স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ ৩ আসনে শরীফ আহমেদ ৭/১/২০২৪ইং প্রত্যাশিত জয়ে উচ্ছ্বসিত ফুলপুর তারাকান্দার জনগন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -২ (তারাকান্দা- ফুলপুর)আসনে নৌকা প্রতীক নিয়ে শরীফ আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৪শ ৩১ ভোট পেয়ে ৩য় বারের মত শরীফ আহমেদ এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে রাতে রিটার্নিং অফিসার ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঈগল শাহ শহীদ সারোয়ার ১২ হাজার ১৫ ভোট। লাঈল ২ হাজার ১ শ ৬৮ ভোট,মিনার ১ হাজার ৭ সাতশ ৬ ভোট,ছুড়ি ৫ শ ৯৮ ভোট,গামছা ৮ শ ৫১ ভোট,বাই সাইকেল ৭ শ ১৩ ভোট।ময়মনসিংহ- (তারাকান্দা -ফুলপুর) আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৩শ ৪৫জন। এর মধ্যে তারাকান্দায় ২ লাখ ৫৯ হাজার ৬শত ৬৫ জন। যাদের মাঝে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৮’শ ৬১ জন। মহিলা ১ লাখ২৬ হাজার ৭শ ৯৪ জন ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আর ফুলপুর উপজেলা মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৬শ ৮০ জন, পুরুষ ১ লাখ ৪১ হাজার ৯’শ ৭৭জন। মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭শত ২জন ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ১৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে তারাকান্দায় ৮৪ টি,ফুলপুর উপজেলায় ৯০টি ভোট কেন্দ্র রয়েছে।এবার জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৭ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শরীফ আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার(ঈগল), জাতীয় পার্টি মনোনীত এনায়েত হোসেন মন্ডল(লাঙ্গল), ঐক্যজোটের মোহাম্মদ তৈয়্যেব হোসাইউল্লেখ্য,ময়মনসিংহ-২ আসনে শরীফ আহমেদ’র হ্যাট্রিক জয়ে ফুলপুর-তারাকান্দার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।