নেপাল ধরঃ৷ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, (পিপিএম-বার) এর তত্বাবধানে অপরাধ নির্মূলে মাদক, জুয়া, চুরি ছিনতাই অপরাধ মুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে (২০এপ্রিল ২০২৩) বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ আলাউদ্দিন (বাদল) সংগীয় ফোর্স সহ থানা এলাকায় নিয়মিত ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত ০০.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ চিহ্নিত ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা, মেম্বারবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র শরিফুল ইসলাম (২০) ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী, ইদু মেম্বারের বাড়ী এলাকার আফাজ উদ্দিনের পুত্র আঃ রউফ মিয়া (৩৫)
চিহ্নিত মাদক ব্যবসায়ী দুইজন দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করে আসছিল থানা সূত্রে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।