Breaking News

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টারঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন

রেঞ্জের সম্মানিত অভিভাবক ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।

আজ শনিবার (০৫ আগস্ট ২০২৩) তারিখ সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে স্থাপিত স্মৃতি বেদীতে রেঞ্জ ও জেলা পুলিশকে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ ও শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।

উল্লেখ্য -বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বহু গুনের অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)
মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্)
আবিদা সুলতানা বিপিএম, পিপিএম,) পুলিশ সুপার (অপারেশনস্) খোন্দকার নজমুল হাসান, পিপিএম,জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এম.এম. মোহাইমেনুর রশিদ,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি ফাল্গুনী নন্দী
অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন সহ
রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তার ৭৪তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৪

স্টাফ রিপোর্টার:  ২৬   মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে নেত্র‌কোণা আধু‌নিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *