মোঃ আজিজুল ইসলাম ইমরান:
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এই দিন সকাল ১০ টায় সাতক্ষীরা প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা সাতক্ষীরা শহরের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদেরকে ফুলের শুভেচ্ছা জানান
ফুলের শুভেচ্ছা পেয়ে প্রায় দুই দশক ধরে লেদ মেশিনে কাজ করা কবিরুল ইসলাম বলেন এত বছর ধরে এই পেশায় নিয়োজিত হওয়ার কারণে প্রাত্যহিক অল্পবিস্তর ঝুঁকি কাটিয়ে উঠতে পারলেও সকাল ৯টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত কাজ করতে করতে কখনও কখনও ঝিমঝিম করে তার হাত-পা। মাসে যে টাকা মাইনে পান তা দিয়ে মাসের ১৫-২০ দিন চলে গেলেও বাকি দিনগুলো আর চলতে চায় না। শ্রমিক হিসেবে তার অধিকারের কথা জানতে চাইলে বিস্মিত হয়ে বলেন, একজন শ্রমিক হিসেবে আমার কী অধিকার তা আমি কেমনে জানব?মে দিবস কী জানি না। ওই দিন শ্রমিকগো হইলে আমরা ছুটি পাইতাম। জীবন নিয়ে আলাদা কোনো ভাবনা নেই কবিরুলের। ২ ছেলে ১ মেয়ের সংসারে তার একটাই চাওয়া— ছেলেমেয়েকে মানুষ করা। আর যত দিন তিনি শারীরিকভাবে সক্ষম আছেন, তত দিন কাজ করতে চান লেদ মেশিনে। কারণ, এ ছাড়া অন্য কোনো কাজ তার জানা নেই। তিনি আরও বলেন তোমার শুভেচ্ছা পেয়ে সত্যি আজ অনেকটা ভালো লাগছে, শ্রমিকদের অধিকার জানতে পেরে প্রথমআলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাতে ভূলেননি।
এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার,বন্ধু তাহির প্রমূখ।