Breaking News

সন্তান-সন্ততি কোন উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত হচ্ছে কি না সদা সতর্ক থাকতে হবে-পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা

নেপাল ধরঃ ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে ২৫ সেপ্টেম্বর সকালে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী’ আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম বার) এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউট, (অতিরিক্ত দায়িত্ব) অধ্যক্ষ মোঃ শওকত হোসেন, এছাড়াও উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ পলিটেকনিকের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা বলেন, বাংলাদেশের যাত্রা শুরু হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ এবং মানবতার প্রতি চরম হুমকি। রাজনৈতিক কারণে হোক বা অন্য কোন ব্যাপারে স্বার্থসিদ্ধি ও আতঙ্ক সৃষ্টি করার নিমিত্তে বোমা বিস্ফোরণ, অপহরণ, ভয়-ভীতি বা গুপ্ত হত্যার মত ঘৃণ্য কাজই হলো ‘সন্ত্রাসবাদ’; যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। মানুষের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ন্যায় বিচার পাওয়ার অধিকার স্বীকৃত। এসব অধিকার যারা কেড়ে নিতে চায় তারা জঙ্গী, সন্ত্রাসী। সন্ত্রাসের কোন ধর্মীয় ভিত্তি নেই, ইসলাম ধর্মে এটি ঘৃণ্যতম কাজ। ইসলাম টিকে আছে এবং টিকে থাকবে তার কালজয়ী আদর্শ, অন্তর্নিহিত সৌন্দর্য ও অসাম্প্রদায়িক চেতনার কারণে। তিনি আরো বলেন, শুধুমাত্র সরকার বা রাষ্ট্র একার পক্ষে জঙ্গীবাদ বাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা সম্ভব নয়। দেশের সর্বস্তরের মানুষদের এ ব্যাপারে সংগঠিত করতে হবে। সামাজিক শক্তিগুলোকে একতাবদ্ধ করতে হবে। জনসম্পৃক্ততা যে কোন উদ্যোগের সবচেয়ে বড় শক্তি। সমাজে ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার নামে যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী হত্যাকাণ্ড, বোমাবাজি বা আতঙ্ক ছড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সন্তান-সন্ততি কোন উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত হচ্ছে কি না সদা সতর্ক থাকতে হবে। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী’ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

About Sak Shadi Masum

Check Also

মায়ের হাতে শিশু খুন 

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মা কেয়া চক্রবর্তী (৪০) তার মেয়ে কৃত্তিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *