নেপাল ধর: ময়মনসিংহ তারাকান্দা ১১/২/২০২৪ ফেব্রুয়ারি রবিবার থানার সকল স্কুল, কলেজে পর্যায়ক্রমে গিয়ে মাদক, জুয়া, ইভটিজিং, ডিজিটাল পর্ণোগ্রাফি ইত্যাদি বিষয়ে মোটিভেশনাল ক্লাস নিচ্ছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী। পুলিশ যে জনগণের বন্ধু এবং প্রি-এ্যাক্টিভ পুলিশিং সম্পর্কে ধারনা প্রদান করেন। এই কারনে থানা সম্পর্কে জানতে, থানায় লাগানো সুন্দর ফুলের বাগান দেখতে প্রতিদিনই চলে আসছে স্কুল, কলেজের ছেলে মেয়েরা। ছাত্র জীবনে পুলিশ সম্পর্কে তাদের পজিটিভ ধারনা দিন দিন এভাবেই বাড়তে থাকবে বলে আশা রাখেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
