স্টাফ রিপোর্টার :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ। আজ সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পূর্বধলা আসনটিতে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন নৌকা প্রতিক, জাতিয় পার্টি থেকে উপজেলার সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ লাঙ্গল প্রতিক, ত্ণমুল বি এন পি থেকে আব্দুল ওয়াহাব হামিদী সোনালী আঁশ। স্বতন্ত্র প্রার্থী ডঃ মোঃ আনোয়ার হোসেন ঈঙ্গল প্রতিক নিয়ে এই চার জন নির্বাচনী মাঠে থাকবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ আগামী ৭ জানয়ারি।