Breaking News

গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযানে মালিককে জেল জরিমানাসহ সীলগালা

মোঃ আব্দুল লতিফঃ গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুরে একটি নকল জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন দুলাল মিয়া (৪৩) নামে এক ব্যবসায়ী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়। ওই কারখানায় পানি, শরীরের ক্ষতিকারক রং ও নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘ডিএসএফ ফ্রুট্রো’ নামে বাজারজাত করতেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন শাদমান এর নেতৃত্বে একটি সেনাবাহিনীর টীম, এনএসআই, গৌরীপুর থানার পুলিশ ও বিএসটিআই ময়মনসিংহ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অভিযানে ১৭৮ ক্যারেট ১লিটার ও ২৫০ গ্রাম ওজনের জুস নষ্ট করা হয়েছে, বোতলের গায়ের লেবেল পুড়িয়ে দেয়া হয়েছে। জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক দুলাল মিয়াকে ৩ মাসের কারাদণ্ড প্রদান ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানাটি সীলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখতে পাই একটি নকল জুস তৈরির কারখানা। বিএসটিআই এর প্রসিকিউসন অনুযায়ী নকল কারখানার মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *