স্টাফ রিপোর্টার : বুধবার (৩০ জুলাই ২০২৫) তারিখে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারের দুইটি চালের মিলে মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর আওতায় প্লাস্টিক মোড়ক ব্যবহারের দায়ে ২টি মা’ম’লা’য় মোট ৬০,০০০ টাকা অ’র্থ’দ’ণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
