মোঃ শেখ সাদী মাছুমঃ ময়মসিংহের সদর উপজেলায় আগামী ২৭ জানুয়ারী ১৯ইং, ১৪মাঘ রোজ রবিবার লালকুঠি দরবার শরীফ, বার্ষিক মুস্তাহ্ছান ওরছ শরীফ অনুষ্ঠিত হবে, উক্ত ওরছ শরীফে লালকুঠি দরবার শরীফের গদীনশীন আলহাজ্জ্ব হযরত মাওঃ শাহ্ সূফি খাজা মোঃ রেজাউল হক আল মুজাদ্দেদী পীর সাহেব হুজুর প্রতিদিন আগত আশেকান মুরিদান বক্তবৃন্দদের দাওয়াত করছেন।