পূর্বধলায় সফল জাপা নেতা আজাদ
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা -৫ পূর্বধলা আসনে,গত ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন মহাজোট প্রার্থী আলহাজ্জ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক,বেলালকে সমর্থন দিয়ে পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ এই মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে রাত দিন নির্বাচনী প্রচারনার কাজ করছেন,এদিকে আজাদ বলেন, আমি সফল হয়েছি,এ সফলতা অত্র আসনের জনগনের, নেত্রকোনা ৫ পূর্বধলা আসনটি, ৭৪ টি কেন্দ্র নিয়ে গঠিত, এর মধ্যে খারছাইল কেন্দ্র টি হচ্ছে আমার কেন্দ্র আমার প্রচেষ্টায় উক্ত কেন্দ্রে সর্বোউচ্চ ভোট পান মহাজোট প্রার্থী,বিজয়ী হন আমার শ্রদ্ধা ভাজন এম পি মহোদয়,এর পর পরই কথা শুনা যাচ্ছে, আজাদ আগামী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে, প্রতিবেদক আজাদের সাথে আলাপ কালে আজাদ বলেন, আমাদের এম পি মহোদয় যদি আমাকে মনোনিত করেন,আমি নির্বাচনে যেতে পারি, প্রতিবেদক জানতে চান তাহলে কি আপনি দল পরিবর্তন করবেন? তিনি বলেন প্রশ্নই আসেনা, আমি জাতীয় পার্টিতে আছি, জাতীয় পার্টিতেই থাকব।এম পি মহোদয় আমার শ্রদ্ধা ভাজন,তিনি ও আমাকে স্নেহ করেন।কাজেই আমি আমরণ ওনাকে শ্রদ্ধা করে যাব।