শম্ভুগঞ্জী হুজুরের শততম আবির্ভাব দিবস
শেখ সাদী মাছুম
ময়মনসিংহের সদর উপজেলায় লালকুঠি দরবার শরীফে আগামী কাল ৫ জানুয়ারি শনিবার যহুর নামাজ পর খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী রঃ মাজার কমপ্লেক্সে মিলাদ মাহ্ফিল অন্তে ১০০ শত বৎসর, হযরত মাওলানা খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন এনায়েতপুরী শম্ভুগঞ্জী রঃ শুভ আবির্ভাব দিবস পালিত হবে।জানাযায় ১৯১৯ সালে ২২ শে পৌষ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তাহার পিতা শতাব্দীর মহান মুজাদ্দেদ বিশ্ব শান্তির মহা সাধক খাজা বাবা শাহ্ এনায়েতপুরি রঃ,তাহার পিতা ইন্তেকালের পর ১৯৬৩ সালে ময়মনসিংহের শম্ভুগঞ্জের, চরকালি বাড়ি এসে মুজাদ্দেদীয়া তরিকত মিশন, লালকুঠি দরবার শরীফ প্রতিষ্ঠিত করেন এবং শরীয়ত,তরিকত,হকিকত ও মারেফাতে সমন্বয়ে পূর্ণ ইসলামের দাওয়াত দিতে থাকেন।এর পর থেকেই শম্ভুগঞ্জী পীর সাহেব হিসাবে পরিচিত লাভ করেন,তিনি ১৫ অক্টোবর ১৯৯৬ সালে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় স্রী সহ ৬ ছেলে ২ মেয়ে, নাতী নাতনী সহ লক্ষাধীক আশেকান, মুরিদান,ভক্ত গুণ গ্রাহী রেখে যান