মোঃ ইউসুফ আলী,
পঞ্চগড়ের আটোয়ারীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২শ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল ও স্যুয়েটার বিতরণ করা হয়।এতে উপকার এর নির্বাহী পরিচালক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। জানাগেছে, স্থানীয় বে-সরকারী সংস্থা উপকার (উন্নয়ন পরিকল্পনা কাজে রত) এর অর্থায়নে ১শটি কম্বল এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১শ টি স্যুয়েটার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ সহ উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় চেতনা নাশক স্প্রে ব্যবহার কারি চোর গ্রেফতার ৯ ইজিবাইক উদ্ধার ৩
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায়চেতনা নাশক স্প্রে করে বা খাইয়ে ইজিবাইক চুরি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার ও …