শেখ সাদী মাছুম: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সম্বাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সূমি আকন্দকে নিয়ে সর্বত্র আলোচনার ঝর,জানা যায় পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে ডাঃ ফজলুর রহমান আকন্দের ৫ সন্তানের মধ্যে তিনি ২য়, সে বাংলাদেশে আওয়ামী মহিলালীগে বলিষ্ঠ কর্মী,আজ শনিবার পূর্বধলা মধ্য বাজার গন সংযোগ কালে সুমি বলেন আমি এলাকার জনগণের খেদমত করা সুযোগ পেলে জিবন দিয়ে খেদমত করে যাব। ইতি পূর্বে বর্ষা মৌসুমে ত্রান সামগ্রী বিতরন,শীতকালে বস্র বিতরণ করেন এবং তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
