স্টাফ রিপোর্টার: নেত্রকোনা, পূর্বধলা থানাধীন ভূগী গ্রামে মাওঃ আঃ সালামের বাড়ি সংলগ্ন মঙ্গলবার দিবাগত রাত ৫/২/১৯ ইং,এক ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেন,মাওলানা মিজানুর রহমান ইবনে সালাম ভূগী,উক্ত সভায় সভাপতিত্ব করেন, সভার প্রধান আকর্ষন লালকুঠি পাক দরবার শরীফে গদীনশীন পীর আলহাজ্ব হযরত মাও খাজা মোঃ রেজাউল হক আলমুজাদ্দেদী সাহেব, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দরবার শরীফের আলেম সহ মুজাদ্দেদীয়া তরিকত মিশনের আলেম বৃন্দ।
