অনলাইন ডেক্সঃ গতবুধবার রাত সারে ৮ টার দিকে শ্যামগঞ্জ-নেত্রকোনা মহাসড়কে পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় পিক আপের চাকায় পিষ্ট হয়ে কল্পনা আক্তার নামে এক নারী শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।
নিহত কল্পনা আক্তার রংপুর জেলার মিঠাপুকুর থানার রাংঙ্গাপুকুর গ্রামের হামিদুল মিয়ার স্ত্রী। তারা উভয়েই নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নির্মান শ্রমিক হিসাবে কাজ করত।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের আইসি উপ-পরিদর্শক নাজমূল ইসলাম জানান ঘটনার সময় নিহত নারী শ্রমিক কল্পনা পূর্বধলা উপজেলার নারান্দিয়া প্রজেক্ট একাকায় রাস্তা পার হওয়ার সময় নেত্রকোনা গামী দ্রুত গতি সম্পন্ন দুটি পিকআপ পাল্টা পাল্টি যাওয়ার সময় এ দূঘর্টনাটি ঘটে। পুলিশ ঘাতক দুটি পিকআপ আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।সূত্রঃ-পূর্বকন্ঠ.কম
