মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় গতকাল সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পূর্বধলা থানা চত্বরে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থানা কতৃপক্ষ। আউল বাউল সাংস্কৃতিক মনা পূর্বধলার গান পাগল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।গান গেয়ে মন্চ মাতিয়ে রাখেন জনপ্রিয় কনঠ শিল্পী বিউটি,জারিন সহ এক ঝাক স্তানীয় শিল্পী বৃন্ধ।উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথী হিসাবে উপস্তিত ছিলেন নেত্রকোনা ১৬১ পূর্বধলা -৫ আসনের নির্বাচনী হ্যাট্রিক বিজয়ী বীর,গন মানুষের নেতা আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিক এম পি,উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল)নেত্রকোনা ফখরুজ্জান জুয়েল,পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল উদ্দিন,(ওসি তদন্ত) মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা রুকন উদ্দিন তাং রুক্কু, আঃবারেক মুন্সি,থানা পুলিশের বিভিন্ন অফিসার পুলিশ সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগটনের বিভিন্ন নেতা কর্মি ও স্থানীয় জনসাধারন।
