মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনা জেলার পূর্বধলায় মেঘশিমূল বিশ্বাস পাড়া গ্রামে মোঃ জয়মত বিশ্বাসের মাজারে প্রতি বৎসরের ন্যায় এবারও এক বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়।গ্রামবাসী ও হযরত জয়মত বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা যায় কিশোরগন্জ জেলার পাকুন্দিয়া উপজেলা, চরপলাশ গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন হযরত মাওলানা মোঃ শাহ্ সুফী রইস উদ্দিন জঙ্গী মস্তান আওলিয়া (রঃ)।এই আধ্যাত্বিক পুরুষ ত্যাগের মহিমাই উদ্বাসিত হয়ে মাওলার দিদারে মগ্ন হয়ে ব্যাক্তিগত জিবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই।এই আউলিয়ারই হাত ধরে বায়াত গ্রহন করেন হযরত মোঃজয়মত বিশ্বাস। হযরত জয়মত বিশ্বাসের জীবদ্দশায় উনার পীরানে পীর শাহ্ রইস উদ্দিনের আদর্শকে বুকে ধারন করে নীরবে নীভৃতে মানুষকে ভালবেসে গেছেন,অকাতরে বিলীয়ে দিয়েছেন নিজের জীবনের সবকিছু। এভাবেই জীবনের শেষ নিশাঃস ত্যাগ করেন ১২ ফেব্রুয়ারি ২০১২ ইং তারীখ মঙ্গলবার।আর তখন থেকেই এই কামেল পুরুষের মাজারে প্রতি বৎসর ওরস মোবারক পালন করা হয়। ওরস মোবারক পালনে সহযোগিতা করে থাকেন ওনার বড় ছেলে মোঃ আজিজুল বিশ্বাস ও বহলী গ্রামের আর এক দানশীল পুরুষ বজলুর রহমান খান।
