মোঃনজরুলইসলাম : নেত্রকোনার পূর্বধলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে এলাকায় গনসংযোগ করে ব্যস্থ সময় পার করেছেন মোঃ কামরুল ইসলাম তাং।উপজেলা যুবলীগের সাবেক এ নেতা, পূর্বধলা বাজার কসমেটিক ব্যাবসায়ী সমিতির সভাপতি এলাকার আপামর জনসাধারনের সুঃখ দুঃখের ভাগিদার হওয়ার লক্ষ্যে পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলার , হাট বাজার দোকান পাট গ্রামের প্রতিটি বাড়ীতে বাড়ীতে যেয়ে সকলের সাথে কুশল বিনিময় এবং ভোটারদের সাথে তার উড়োজাহাজ প্রতীকে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন ভোটারা তাকে ব্যাপক উৎসাহ হিত করেন,তার ডাকে সারা দিয়ে তাকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিচ্ছেন।বিজয়ের ব্যাপারে আশাবাদী এ নেতা বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও রুপকল্প ২০৪১ মিশন কে বাস্থবায়ন করে পূর্বধলা উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করে, জনগনের জিবন যাত্রার মানের গতিকে তরান্মিত করে পূর্বধলাবাসির পাশে থাকতে চাই সব সময়।আর এ জন্যই আমি আশাবাদী জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ্।
