(ছবি :ইন্টারনেট)
বিদ্রোহী কবি নজরুল
মোঃ শেখ সাদী মাছুম
বিদ্রোহী কবি নজরুল
রাসূল প্রেমে বলিষ্ঠ কন্ঠসুর সত্যবাদী, অন্যায় আর অবিচারের প্রতিবাদী
তাই তো তিনি পেয়েছেন খেতাব বিদ্রোহী কবি
তিনি মহাজ্ঞানী চতুশমুখী
আমার মনে হয় হবে না কখনো এমন কবি
কখনো হয়েছেন মসজিদের ইমাম
কখন ও অন্যায় বিরোধী সেনাপতি
কখন ও দিয়েছেন নেতৃত্ব, লেটু গানে হয়ে দলপতি।
অমর হয়ে থাকবে কেয়ামত বর্তি
নজরুলের পরে যত কবির জন্ম নিবে
তাদের কাছে হয়ে থাকবে আলোক বর্তি
পথের দিশারি
বিদ্রোহী কবি নজরুল।