প্রতিদিনের তথ্য ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ১ মিনিট দাঁড়িয়ে নীড়বাতা পালন করেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নগরীর শিববাড়ী দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা ও মহানগর ছাত্রলীগ। পরে দিনটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা করে ছাত্রলীগের নেতারা। আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ পূর্বক ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের নানাবিধ দিক তুলে ধরেন।
আলোচনা সভায় সাবেক জেলা ছাত্রলীগেরর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রায়হান সানির সভাপতিত্বে ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য সাকিল উদ্দিন রাব্বী, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ হুসাইন টিপু, ওয়াহিদুর রহমান সবুজ, ছাত্রলীগ নেতা মো. কামরুল ইসলাম, মাহমুদুল হাসান রাজিব, ইমরান হোসেন রনি প্রমুখ।
এরআগে সকালে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ১ মিনিট দাঁড়িয়ে নীড়বাতা পালন করেন।
অন্যদিকে জানা যায়, আজ ভোরে ৭ মার্চ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) মানুষ হাজির হয়েছিলেন মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। মুক্তিকামী মানুষের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিরাশ করেননি তাদের। জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ১৯ মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, তা ইতিহাস হয়ে আছে।