শেখ সাদী মাছুম : নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় আজ ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ১ম পর্বে অনুষ্ঠিত হচ্ছে, সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেল ভোটারদের উপস্থিতি কম, কিন্তু পরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটাররা ছিল চোখে পড়ার মত,উপজেলার ৪৫ নং বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সাথে বেলা সারে বারটায় আলাপ কালে তিনি বলেন ২৭২৪ ভোটারের মধ্যে ৫ টা বুথ তার মধ্যে প্রায় ৬০০ ভোট সংগ্রহ হয়েছে, অন্য দিকে বাকুলজোড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার অশোক কুমার ভাদুরীর সাথে বিকাল ৩ টায় আলাপ কালে তিনি বলেন এখানে ভোটার সংখ্যা ৩০০০ এর মধ্যে( ৮০০) ৮ টি বইয়ের ভোট সংগ্রহ হয়েছে,আরো ৭ টি বইয়ের ভোট সংগ্রহ চলছে,আরো কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় একই অবস্থা।
