প্রতিদিনের তথ্য.কম: আজ ১৭ মার্চ নেত্রকোণায় পালিত হচ্ছে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম শুভ জন্মদিন এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানান মুক্তিযোদ্বা সংসদ কমান্ড জেলা ইউনিট নেত্রকোণা, জেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ড নেত্রকোণা, মুক্তিযোদ্বা পরিবার কল্যাণ সমবায় সমিতি সাতপাই নেত্রকোণা,মুক্তিযোদ্বা সন্তান কল্যাণ সমবায় সমিতি, নেত্রকোণা।এবং একটি শুভা যাত্রারেলী করে শ্রদ্ধাঞ্জলী জানান,শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন, প্রতিধ্বনিতে মুখরিত করে তুলে নেত্রকোণা শহর।
