মোঃ নজরুল ইসলাম : নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১৯-৩-১৯ তাং মটর সাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে এলাকা বাসী।পুলিশ সূত্রে জানাযায় গত মঙ্গলবার বিকাল ৫.১৫ ঘঠিকার সময় পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রুপন দাসের বাসার সামনে থেকে রুপনের একটি বাজাজ মটর সাইকেল চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন হাতে নাতে মটর সাইকেল সহ চোর দলের এক সদস্যকে আটক করে।পরে পূর্বধলা থানা পূলিশকে বিষয়টি জানালে পুলিশ মটর সাইকেল সহ চোরকে থানায় নিয়ে যায়। পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমানের জিঞ্জাসাবাদে চোরের নাম ঠিকানা জানায়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন আব্দুল মান্নানের ছেলে আব্দুল্লাহ (২০) ও অঞ্জাত নামা আরও কয়েক জন চোর তার সাথে ছিল পরে রুপন দাস বাদী হয়ে পূর্বধলা থানায় ১৮ নং মামলা দায়ের করলে, পূর্বধলা থানা পূলিশ আব্দুল্লাহ কে আজ বুধবার নেত্রকোণা আদালতে প্রেরন করে।
