প্রতিদিনের তথ্য. কম ডেস্ক :আজ বুধবার (২৭ মার্চ) বিকেল ৩ টায় নেত্রকোণা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বসবে লোকশিল্পী সমাবেশ।
উৎসব আনন্দে মেতে এতে হাজার শিল্পীর সাথে অংশ নিবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি) ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু (এমপি)। এছাড়াও উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী।
লোকসংস্কৃতি আমাদের পরিচয় প্রতিপাদ্যকে ঘিরে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আ. ফ. ম রফিকুল ইসলাম খান আপেল জানান, হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি পুনর্জীবিত ও বর্তমান প্রজন্মের কাছে তোলে ধরতে সমাবেশের মাধ্যমে উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে জেলা সদরসহ দশ উপজেলা থেকে এক হাজারেরও বেশি লোকশিল্পী অংশ নিবেন। সুনীল কর্মকার, সিরাজ উদ্দিন খান পাঠান, আব্দুস সালামসহ সকল শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে মধ্যরাত পর্যন্ত মোক্তারপাড়া মাঠে দর্শক মাতিয়ে রাখবেন। সূত্র: বাংলা নিউজ নেত্রকোণা