প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের সাতমা-ধলাই নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার (৩০ মার্চ) দুপুর থেকে নিখোঁজ ও সারাদিন খোঁজাখুঁজির পর রাতে স্থানীয় পুলিশের তল্লাশিতে সাতমা-ধলাই নদী থেকে রাজা মিয়া (৭) ও নাদিয়া আক্তার (৬) নামে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
রাজা সুয়াইর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও নাদিয়া একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
শনিবার দিনগত রাতে স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মোহনগঞ্জ পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে ওই দুই শিশু নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে যায় তারা। সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে সন্ধ্যায় নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার হয়।
সূত্র: বাংলা নিউজ নেত্রকোনা