মোকাম্মেল হোসেন :নেত্রকোণা জেলার মহনগঞ্জ উপজেলায় ২৯- মার্চ -২০১৯( শুক্রবার) দারুল কিরাত ময়মনসিংহ বিভাগের আহবায়ক ,সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের উপদেষ্টা, জনাব সৈয়দ তোফায়েল উদ্দিন (সৈয়দ তপন) সাহেবের বাড়িতে, বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে আলোচনা পেশকরেন, দারুল কিরাত ময়মনসিংহ বিভাগের অডিটর হযরত মাওঃ লুৎফুর রহমান, সিলেট। কুরআন তেলাওয়াত,খতমে খাজেগান, মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষে তাবারকের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃশহীদ ইকবাল, ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের অফিস সম্পাদক মোঃ মোকাম্মিল হোসাইন, কলমাকান্দা ক্বারী সোসাইটির সভাপতি মাওঃ বাকী বিল্লাহ, সাঃসম্পাদক মাওঃ নুরুল আমিন,মহনগন্জ ক্বারি সোসাইটির সভাপতি মাওঃ জিল্লুর রহমাস,সাঃসম্পাদক মাওঃ নুরুল আমিন,আটপারা ক্বারী সোসাইটির সভাপতি মাওঃ আনোয়ারুল হক,সাঃসম্পাদক হাঃ আব্দুস সামাদ, দারুল কিরাতে প্রধান ক্বারী, নাজিম সাহেবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
