স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৫মে অনুষ্ঠিত হবে। আর তাই সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। ব্যানার, ফ্যাসটুন, মিছিল আর অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীরা তাদের অবস্থান জানান দিচ্ছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও জোরে-সোরেই মাঠে সরগরম রয়েছেন।ঠিক তেমনি চরান্চলবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিক,তারুণ্যের অহংকার, সকলের বিশ্বস্ত মানুষ ছাত্রলীগ নেতা ফজলুল হক ৩২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। আর তার জন্য এলাকার যুবক-বৃদ্ধ থেকে শুরু করে মহিলারাও ব্যাপক খুশী। কেননা এতদিন পর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।ছাত্রলীগ নেতা ফজলুল হক সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাই এবার তিনি কাউন্সিলর প্রার্থী হওয়াতে সবাই চাচ্ছে তাদের এই প্রিয় মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে।যাতে তিনি জনপ্রতিনিধি হয়ে আগের চেয়ে বেশী মানুষের উন্নয়নে কাজ করতে পারেন। জনপ্রিয় এই প্রার্থী মিটিং মিছিল আর মানুষের ধারে ধারে ভোট চাওয়ার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররাও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।ফজলুল হক বলেন,আমার এলাকার মানুষের কথায় আমি প্রার্থী হয়েছি।আমার বাবা সবসময় মানুষের কল্যাণে আওয়ামী লীগের রাজনীতি করেছেন।আমিও বাবার আদর্শ বুকে ধারন করে বড় হয়েছি। আমি নিজের স্বার্থের কথা কখনো ভাবিনি। সবসময় চেয়েছি মানুষের সুখে দুঃখে পাশে থাকতে।আমি কেমন লোক সেটা সবাই জানে।যদি নির্বাচিত হয়ে কাউন্সিলর হতে পারি তবে কথা দিচ্ছি ৩২নং ওয়ার্ডকে উন্নত ওয়ার্ডে পরিনত করার লক্ষে কাজ করব।আমাদের ওয়ার্ডে মাদকের কোনো স্থান হবেনা। সবাইকে সাথে নিয়ে আধুনিক ওয়ার্ড গড়ে তুলব ইনশাল্লাহ।
