শেখ সাদী মাছুম: ময়মনসিংহ সদর উপজেলার লালকুঠি দরবার শরীফ, সারা বিশ্ব ন্যায় এ বার ও জাক জমকের সাথে আজ ২১ এপ্রিল রবিবার শবে বরাত পালনের উদ্দেশ্যে লালকুঠি দরবার শরীফের গদি নশিন আলহাজ্জ্ব হযরত শাহ্ সূফি শাহ্ খাজা মোঃ রেজাউল হক আলমুজাদ্দেদী (মাঃ জি আঃ ) এক বিশাল আয়োজন করেন,তারি সাথে এ দাওয়াত করেন লালকুঠি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শেদ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী (রঃ) সহধর্মিণী পীর আম্মা হযরত জীবন নেছা আলমুজাদ্দেদীয়া (রঃ) এর পবিত্র ফাতেহা শরীফের দাওয়াত দেন, দেশ ও জাতির শান্তি কামনা করে আগামী কাল, সোমবার সকাল ১০টায় খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী ( রঃ) এর মাজার কমপ্লেক্সে ফাতেহা শরীফেের আখেরী মোনাজাত করা হবে
