মোঃমোকাম্মিল হোসাইন। ময়মনসিংহের টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে উন্নয়নে উদ্ভাবন আনবে দেশে সুশাসন শ্লোগানে বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০১৯ এর উদযাপন উপলক্ষে নাগরিক উদ্ভাবন শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ এপ্রিল ২০১৯(রবিবার) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আলী কদর। ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় ককমিশনার এ. এইচ. এম. লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিভাগীয় জেলা ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস,জামালপুর জেলা প্রশাসক আহম্মেদ কবীর,নেত্রকোনা জেলা প্রশাসক মঈনুল ইসলাম,শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোঃ মাহবুব হাসান শাহীন । ২দিন ব্যাপী বিভাগীয় ইনোভেশন সেমিনারের উদ্বোধনী দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।পরে টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ আলী কদর সহ অতিথিবৃন্দ।
