শেখ সাদী মাছুম: রাত পোহালেই ময়মনসিংহে ঐতিহাসিক সিটি কর্পোরেশনের নির্বাচন, দেশের ৮ম বিভাগীয় শহর ময়মনসিংহে, ৫মে এই প্রথম পৌরসভা থেকে সিটি গঠন করার পর সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, এ নির্বাচনে ৩৩ টি ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক কাউন্সিলর অংশ গ্রহন করেছেন , ইতি পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাবেক জন প্রিয় পৌর মেয়র ইকরামুল হক টিটু মচিকের মেয়র নির্বাচিত হন,তাই এ সিটি নির্বাচন হচ্ছে শুধু কাউন্সিলরদের নিয়ে সকলেই তাকিয়ে আছে কে হবেন যার যার ওয়ার্ড প্রতিনিধি এই নিয়ে চলছিল জল্পনা কল্পনা তার অবসান হতে যাচ্ছে ৫ মে১৯ ইং মসিক নির্বাচনের মধ্য দিয়ে,উল্লেখ্য উক্ত নির্বাচনে ভোটার গন ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ময়মনসিংহের ইতিহাসের প্রথম সিটি নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নিরপেক্ষ করার লক্ষে জেলার সর্বো স্তরের আইন শিৃংখলা নিরাপত্তায় বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ নিরলস ভাবে কাজ করছেন।নগরীর প্রতিটি ওয়ার্ডে এবং মোড়ে মোড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে,
বৈরী আবহাওয়া ঠান্ডা বাতাস, সবাই যখন সুখের নিদ্রায় তখন কর্তব্য পালনে ব্যস্ত নিরাপত্তা বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।