স্টাফ রিপোর্টার : আজ ৫ মে সন্ধ্যা ৭টা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্নে ৩ যুবক ছিনতাই কারির কবলে পরেছে, জানাযায় এই ৩ যুবক হচ্ছে নেত্রকোণা জেলা দূর্গাপুর থানাধীন বিরিশিরির কামাল হোসেনের ছেলে লিটন, নরুল ইসলামের ছেলে হাবিব ও তারা মিয়া তালুকদারের ছেলে মামুন এ যুবকদের সাথে আলাপ কালে তারা জানাই আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশন ডুকার সময় ৭/৮ জন যুবক ডাক দিয়ে ঠিকানা জানতে চাই, আমরা যখন দুর্গাপুর বাড়ি বলে পরিচয় দেয় এবং ঢাকা থেকে কাজ করে বাড়ি ফিরছি, বলার সাথে সাথেই কিছু বুঝে উঠার আগেই আমাদের ৩ জনের গলায় চাকু ক্রিজ ধরে সাথে থাকা টাকা পয়সা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা,এ ঘটনা শুনে সাধারন জনতা বলা বলি করতে শুনা যায়, আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ছিল সারা শহর ছিল নিরাপত্তা চাদরে ঢাকা এর পরেও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটল।
