প্রতিদিনের তথ্য.কম ডেস্কঃ আজ ৬ মে সোমবার দুপুর প্রায় সাড়ে ১২ টার সময় ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে-উপজেলার বিসকা ইউনিয়নের লালমা (পশ্চিম পাড়া)গ্রামের কাজলের শিশু বাচ্চা জান্নাত (৩)বাড়িতে খেলার ছলে হঠাৎ পাশের শোয়াই নদীর ডোবায় পড়ে মারা যায়।একই বয়সের দুই মেয়ে একসাথে খেলা করে একজন পানিতে পড়ে তলিয়ে যায় পরে সাথে থাকা শিশুটিও পানিতে পড়ে যায় কিন্তু পার্শবর্তী ধান জমিতে কাজের লোক খোঁজ পেয়ে ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে পানিতে নেমে একজনকে মূমূর্ষু অবস্হা পানি থেকে তুলে ডাক্তারের কাছে নিলে সে বেঁচে যায় আর পানিতে তলিয়ে যাওয়া জান্নাতকে মৃত অবস্হায় উদ্ধার করে।
জান্নাতের বাবা, মা জান্নাতকে বাড়িতে তার দাদা দাদির কাছে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করত বলে জানায় বাড়ির লোকজন।
এনিয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।