শেখ সাদী মাছুম: ময়মনসিংহ জেলা সদর থানার শম্ভূগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ে, ” কৃষি শুমারী সফল করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে৩০/৫/১৯ ইং বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়, কৃষি শুমারীর তথ্য সংগ্রহে গননাকারি ও সুপারভাইজারদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্ম সূচি , আজ শনিবার ১ জুন শেষ হল উক্ত কর্মসূচী। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক ময়মনসিংহ সদর উপজেলার পরিসংখ্যান জোনাল অফিসার মোঃ আমিনুল ইসলাম ,শেষ দিন এক বিনোদনের আয়োজন করেন উক্ত বিনোদনে নাতে রাসূল(মদিনা ওয়ালা) গেয়ে শুনান সুপারভাইজার আসাদুজ্জামান আসাদ ও সুপারভাইজার বাবুল গান গেয়ে শুনান ( পরের জায়গা পরে জমি) গানটি ও কৌতুক বলেন, মুনসুর গেয়ে শুনান (চোখ যে মনের কথা বলে) অমর জিৎ গান গেয়ে শুনান(এই মন আমার পাথর নই)পাশা পাশি মেয়েরা ও গান গেয়ে মাতিয়ে তুলেন, এবং সব শেষে কৃষি শুমারী যেন নির্ভূল হয়, এই আশাবাদ করে আমিনুল ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
