স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় এক জাক ছাত্রদের উদ্যােগে আজ ০১/০৭/১৯ ইং অন্যায় বিরোধী সংগঠন নামে একটি সংগঠন গঠিত হল। সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সহ সভাপতি আরিয়ান আশিক,যুগ্ন সম্পাদক প্রান্ত চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ শান্ত, অর্থ সম্পাদক মঈনুল হাসান ইমন,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সৈকত,প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সানি কার্যকরী সদস্য ০১ তুখোর, কার্যকরী সদস্য ০২ মোঃ ইয়াদ,কার্যকরী সদস্য ০৩ জোবায়ের হোসেন যুবরাজ, উক্ত কমিটি দুই বছরের জন্য গঠন করেন।সংগঠনের মুল লক্ষ্য উদ্দেশ্য, ১,আমরা দেশের উন্নয়ন মুলক কর্মকান্ডে নিয়োজিত থাকব।২, আমাদের মুল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা।৩ আমরা বাল্য বিবাহ প্রতিহত করব, ৪ । আমরা মাদক,জুয়াও ইভটিজিং সহ অসামাজিক কাজে প্রতিবাদ করব। ৫ যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিরোধ করতে সর্বাত্তক চেষ্টা করব, এবং অত্র কমিটির সভাপতি সর্ব মহলের সহ যোগিতা কামনা করেন
