স্টাফ রিপোর্টার:নেত্রকোনা জেলার মহনগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে গত শনিবার ৬/৭/১৯ইং মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকগণের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারের লক্ষ ছিল জঙ্গিবাদ মাদকের ছোবল প্রতিরোধের বিষয়ে বার্তা সকলের কাছে পৌছানো,জঙ্গিবাদ মাদকের ছোবল প্রতিরোধের সর্বোচ্চ সতর্কতা ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে কঠিন হাতে মোকাবিলা করা হচ্ছে, আর এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হল ‘আমরা জঙ্গীবাদ দমন করেছি, এখন মাদকের ছোবল থেকে দেশ বাঁচাতে পদক্ষেপ নিয়েছি’। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার প্রাণপণ সংগ্রাম করছি। কিন্তু মাদক সে প্রচেষ্টার পথে শুধু বড় হুমকিই নয়, বরং এটি অর্থনীতিতে ভয়ংকর রক্তক্ষরণ ঘটাচ্ছে ক্রমবর্ধমান হারে। মোহনগঞ্জ তথা ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান কেই জনগন মনে করেন। তাঁর এই উন্নয়ন প্রচেষ্টাকে সকলে মিলে অব্যাহত রাখতে হবে বলে বক্তারা বলেন। ভৌগোলিক অবস্থানের কারণে মাদক বিরোধী অভিযান চালানো অত্যন্ত দুরহ। তাই সচেতনতা মূলক কার্যক্রম খুব প্রয়োজন।
উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল (৩০ টি) মাদক বিরোধী কমিটির সদস্য অর্থাৎ সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্র ছাত্রীদের নিয়ে ছিল এ আয়োজন। তাঁরা বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। যেন পুকুরে একফোঁটা শিশিরের মতো। তবুও সবার মাঝে ছিল দৃঢ় প্রত্যয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেত্রকোনা জেলা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সকলকে তাঁদের মূল্যবান প্রয়াসের জন্য ধন্যবাদ জানান মহনগঞ্জ বাসীর গর্ব কৃতি সন্তান যুগ্ন সচিব মাহাবুব শাহিন, কাকতালীয়ভাবে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আতিকুল হক যিনি দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি উপস্থিত থেকে তাঁর জ্ঞানগর্ব আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমৃদ্ধ করেন,
মুখলেছুর রহমান, অধ্যক্ষ, মোহনগঞ্জ মহিলা কলেজ
কাজী রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মওলানা আব্দুল বায়েছ, সুপারিন্টেন্ডেন্ট, জয়পুর জমিয়াতুল উলুম দাখিল মাদ্রাসা।
