মজিবর রহমান: নেত্রকোনার পূর্বধলা বাজার রেলগেইটে আজ ১৫/৭/১৯ সোমবার সকাল ৭.৫০ মিনিটে ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে আহত হয় সি এন জি চালক বন্নি গ্রামের আঃ রহিমের ছেলে রুক্কু মিয়া (৪০) ও দুমরে মুরছে যায় সি এন জিটি, পর পরেই ঘটনা স্থল পরিদর্শন করেন রেলস্টেশন মাস্টার আঃ মমিন,এসময় পূর্বধলা থানার এস, আই, ইউচুফ আলী ভাংগা সি এন জিটি থানা হেফাজতে নিয়ে দূর্ঘটনা জনিত একটি ৫৭৩ নং সাধারণত ডায়েরি করেন, সাথে সাথে পূর্বধলা উপজেলা হাসপাতালে পাঠান,রুক্কু মিয়াকে, অবস্থা গুরুত্বর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন রুক্ককে, এদিকে স্টেশন মাস্টার মমিনের সাথে আলাপ কালে তিনি বলেন এ রেল গেইটে তিনজন গেইটম্যান নিয়োজিত, রুবেল মিয়া,তৌহিদ মিয়া,এমদাদুল হক, বিষয়টি উপর মহলেকে জানিয়েছি,স্হানীয় লোকজন জানায় ট্রেন আসার পূর্ব মুহূর্তে দু দিকে গেইট আটকানোর কথা তাকলেও প্রায়ই গেইট আটকানো হয় না,যদি আটকানো
হত তাহলে এ দূর্ঘটনা ঘটত না, গেইট ম্যান সঠিকভাবে নিয়মিত দায়িত্ব পালন না করার ফলে প্রায় ছোট বড় দূর্ঘটনা ঘটে,সাধারণ জনগনের মাঝে দাবি উঠেছে উর্দ্দতন কর্মকর্তার কাছে, বিষয়টি তদন্ত পূর্বক ব্যাবস্হা নেওয়ার জন্য।
