পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের দত্তকুনিয়া বাজার সংলগ্ন জুরাম গ্রামের প্রাক্তন মেম্বার আঃ হক (৬৫) কে খুজে পাওয়া যাচ্ছে না।
তার ছেলে মোঃ আবুল কালাম পূর্বময় ডটকম কে জানান, তার পিতা মোঃ আঃ হক গত ১৪/০৭/২০১৯ রবিবার বিকাল ৩ টার সময় বাড়ী থেকে পূর্বধলা বাজারে ঔষুধ কিনতে যাচ্ছি বলে বের হওয়ার পর রাতে আর বাড়ী ফেরেননি। ওনার ০১৯১৪৯৭৫৫৩০ নাম্বারে ফোন দিয়েও বন্ধ পাওয়া যাচ্ছে।সকল আত্মীয়স্বজন দের বাড়িতেও খোজাখুজি করে না পাওয়ায় আজ মঙ্গলবার পূর্বধলা থানায় জিডি করি, জিডি নং -৬২৯ তাং ১৬-০৭-২০১৯।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ওনাকে দেখেন অথবা পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে ০১৭১৪৮২১০২৯ ফোন করার জন্য অনুরোধ করা হল।