প্রতিদিনের তথ্য.কম ডেস্কঃ ময়মনসিংহ বিভাগীয় শহরে আজ বুধবার ১৭/০৭/২০১৯ খ্রিঃ পুলিশ লাইন্স, ময়মনসিংহ দরবার হলে মাসিক কল্যাণ সভা ও “মাসিক অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়,উক্ত সভার আয়োজন করেন ময়মনসিংহ জেলা পুলিশ , মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। অনুষ্ঠানে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে সনদ পত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, ময়মনসিংহ । মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি বিপিএম । পুলিশের কাজের গতি বৃদ্ধির জন্য সকল ইউনিটে ফটোকপি মেশিন বিতরন করা হয় । এ সময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
