নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় “স্বপ্ন ছায়া” অন্যায় বিরোধী ও সমাজসেবা মুলক সংগঠন -র উদ্দ্যোগে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার দাবীতে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানব বন্ধনের নেতৃত্ব দেন স্বপ্নছায়া সংগঠনের সভাপতি আকাশ আহম্মেদ। উক্ত মানব বন্ধনে ব্যাবসায়ী , পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনগন স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সবার দাবী ছিল পূর্বধলা উপজেলা সদর হাসপাতালের চিকিৎসা মানউন্নয়ন সহ ১৫০ শয্যায় উন্নীতকরন।উল্লেখ্য যে পূর্বধলা সদর হাসপাতাল বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
তাছাড়াও বেশ কিছু উপস্থিতি জনতার দাবী চিকিৎসার মান উন্নয়ন করতে হবে, সময় মত ডাক্তার দায়িত্ব পালন করতে হবে, এ সময় সংঘটনের নেতারা বলেন এ সরকার জনবান্ধব সরকার, এ সরকার উন্নয়নের সরকার আমরা মনে করি এ সরকারের সময়ে অন্যায় দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ। নাম প্রকাশে অনইচ্ছুক ব্যক্তির বলেন, সাধারণ সমস্যার রোগীকে চিকিৎসা না দিয়ে ময়মনসিংহে রেফার্ড করে থাকে অথবা কিছু ডাক্তার ওই রোগীকে প্রাইভেট(ব্যক্তিগত) চিকিৎসা দিচ্ছে অতিরিক্ত টাকা আদায় করে এবং জরুরী বিভাগেও দেখা যাচ্ছে রোগীকে সেবা দিয়ে টাকা আদায় করছে চিকিৎসকের মনগড়া দাবিতে।টাকা দিতে অস্বীকার করলে সেবা দিতে পারবে না বা তাদের কাছে বিষয়টা জটিল বলে দিন পার করছে।অনেকেই মনে করছে এটা প্রাইভেট হাসপাতাল। এবিষয়ে কয়েক বছর আগে এক গন মাধ্যম কর্মী লান্ছিত হয় এ হাসপাতালে এ বিষয়ে বেশ কয়েক বার সংবাদ প্রকাশিত হয় সিভিল সার্জন বরাবর একটি গন সাক্ষরিত অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছিল, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে পূর্বধলা উপজেলাবাসী।