স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ থেকে বিরিশিরি পর্যন্ত সড়ক টি বছর দেরেক আগে একলেন থেকে ২ লেনে উন্নতি করা হয়, পর থেকে দূর্গাপুর হতে দেশের বিভিন্ন স্হানে লালবালু নেওয়ার জন্য অনেক ড্রামট্রাক, ট্রাক,লরি রাস্তা দিয়ে চলাচল করছে এবং অনেক বালুর ট্রাকে ত্রিপাল না থাকায় পিছনে থাকা যানবাহনের চলাচল অসুবিধায় পরতে হচ্ছে, আগের তুলনায় অনেক বেশি ট্রাক চলাচল করছে এখন, এর পর থেকেই এ রাস্তা দূর্ঘটনায় প্রাণ গেছে অনেকের কিছু দিন আগে পূর্বধলা থানাধীন জালশুকা লেভেল ক্রসিং আল মামুন (৯)স্কুল ছাত্র ট্রাকের চাপায় নিহত হয়, মহিষবেড় নামক স্হানে দুটি ট্রকের মুখামুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয় , গত ২০/৭/১৯ইং শনিবার রাজার বাজার নামক স্হানে নিহত হয় শামিম (২৫) নামে এক ব্যাক্তি,এ দিকে গতরাত আরেক ব্যাক্তি আবুল হাসেম (৫৫) রবিবার ২১/৭/১৯ইং আনুমানিক রাত সারে ৯ টায় বালুচরা বাজারের পাশে ট্রাক চাপায় মাথা থেতলে মর্মান্তিক মৃত্যু হয়, এসময় ঘাতক ট্রাক পালিয়ে যায়, অন্যদিকে পথ যাত্রী ও এলাকাবাসী দাবি উঠছে এ রাস্তায় নিতি মালার মাধ্যমে ট্রাক চলাচলের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্দ্দতন কর্তৃপক্ষের কাছে।
Check Also
ময়মনসিংহে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রিপোর্টারঃ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে তৃতীয় প্রতিষ্ঠা …