প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: আজ ৩ আগষ্ট শনিবার দুপুরের দিকে ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্হানীয় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার ভিজিএফ কার্ড সংগ্রহ করতে আসা নারী পুরুষের মাঝে ধাক্ষা খেয়ে পদদলিত হয়ে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
জানা গেছে-আসছে ঈদের ভিজিএফ এর কার্ড বিতরনের কথা শুনে সকাল থেকেই কলেজ মাঠে লোকজন জমায়েত হতে থাকে।এক পর্যায়ে মাঠের মধ্যে অতিরিক্ত লোকজন প্রবেশে গেইট বন্ধ করে দেওয়া হলে গেইটে হৈ চৈ পড়ে ধাক্ষা ধাক্ষী শুরু হয়ে গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশের সময় পদদলিত হয়ে দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি নুরুল আমীন সহ ৮ জন গুরুতর আহত হয় এবং হাফিজ উদ্দিন(৫৫) নামে এক বৃদ্ধকে মমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।আহতদেরকে ফুলপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য পাটিয়েছে স্হানীয়রা।
নিহত হাফিজ উদ্দিনের বাড়ি পৌরসভার আমুয়াকান্দা গ্রামে।ঈদুল আযহা উপলক্ষে অসহায় লোকদের জন্য বরাদ্দকৃত ৪ হাজার ৬ শত ২১ টি ভিজিএফ চালের কার্ড বিতরনে ধাক্ষা ধাক্ষী শুরু হলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়।
পৌরসভার মেয়র আমিনুল হক জানান,তিনি রুমের ভিতরে বসে কার্ড বিতরন কাজে ব্যস্ত ছিলেন।ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন-ভিজিএফ চালের কার্ড বিতরনে হয়তো কোন ত্রুটি ছিল তাই এই ঘটনা ঘটেছে। বিষয়টি জরুরীভাবে খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
