প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঝাওয়াইলের পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের নয়নাভিরাম মসজিদ, উক্ত মসজিদে ২০১টি গম্বুজ রয়েছে, বড় গম্বুজ টির উচ্চতা ৮১ ফুট বাকী ২০০ টি গম্বুজ ১৭ ফুট উচ্চতা, চার কোনে থাকছে ১০১ ফুট উচ্চতার চারটি মিনার তারই পাশাপাশি থাকছে ৮১ ফুট উচ্চতার আরো চারটি মিনার,দেয়ালে টাইলসে লেখা থাকবে পূর্ণ কোরআন শরীফের আয়াত,ইচ্ছে করলে যে কেও দাঁড়িয়ে দেখে দেখে পড়তে পারবেন কোরআন শরীফ, মসজিদটি নির্মিত হচ্ছে ১৫ বিঘা জমির উপর, এ দুতলা মসজিদে এক সাথে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, আযান স্থানের মিনারটি হবে ৫৭ তলা ভবনের সমান অর্থাৎ ৪৫১ ফুট উচ্চতা, মসজিদের প্রধান দরজায় ব্যাবহার হবে ৫০ মণ পিতল, মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের মাথা রাজিয়া খাতুন,নির্মাণ শুরু হয় ১৩ জানুয়ারী ২০১৩ ইং সালে এবং শেষ হবে এ বছরের শেষের দিকে, বিশ্বের প্রথম সর্বোচ্চ মিনারের মসজিদটি হচ্ছে মরক্কোর কাসাব্ল্যাংকা দ্বিতীয় হাসান মসজিদ, এ মসজিদের মিনারের উচ্চতা ৬৮৯ ফুট।
তথ্য: সংগ্রহিত