স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধনে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে নগরীর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। গতরবিবার (৪ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগীতায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে মশক নিধনের কার্যক্রম পরিচালনা করেছে।
মশক নিধন কর্মসূচীর মাঝে কলেজ এলাকায় জনসচেতনা মূলক রেলী, বিভিন্ন পয়েন্টে ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচ পাউডার ছিটানোসহ ফগার মেশিনের দ্বারা মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচির অনুষ্টানে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো: মাহমুদুল হাসান সবুজ, যুগ্ন আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন, শেখ সজল, রেদুয়ান হুদা আজাদ, মো: ওমর হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
