প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন সীমান্তবর্তী লেঙ্গুরা’র ফুলবাড়ী এলাকায় থেকে ইয়াবাসহ সুসমে এম সাংমা নামে ভারতীয় এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৩০০পিছ ইয়াবা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা গোয়েন্দা পুলিশেএস, আই উত্তম এর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালায়, এ সময় কলমাকান্দা থানাধীন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁচা রাস্তার পাশ থেকে (১০ আগস্ট) গত শনিবার২০১৯ইং বিকালে। ৩০০ পিছ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করেন নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ,
ইয়াবাসহ আটক সুসমে এম সাংমা ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা জেলার রংরা থানার দাম্বুক রাবার গিট্টিন গ্রামের পেসথ আর সাংমা’র ছেলে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
নেত্রকোণার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি শাহ নুর এ আলম সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ‘সুসমে এম সাংমা ভারত থেকে এসে অনেক দিন ধরে গোপনে ইয়াবা ব্যবসা করে আসছেন। এ ঘটনায় মামলা হয়েছে।