শেখ সাদী মাছুম : দেশের ৮ম বিভাগ ময়মনসিংহ , এই বিভাগের বৃহত্তর শহর ময়মনসিংহ সিটি করপোরেশন, ময়মনসিংহকে বিভাগ ঘোষণার পর থেকেই যান বাহন চলাচল আগের তুলনায় অনেক বেড়ে যায় দির্ঘ্য সময় যানজটে আটকে থাকতে হয়, সব চেয়ে ভোগান্তি হয় ঈদে,যাত্রীদের থেকে ভাড়া যার যার ইচ্ছে মত আদায় করে বিভিন্ন গাড়ি থেকে, টিক তখনি উপস্থিত হন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপি এম (বার) তিনি ১৮ সালের ডিসেম্বরে যোগদানের পর থেকে শুরু করেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন মাদক মুক্ত দেশ গড়ার কাজে, ইতি মধ্যেই অনেক মাদকদ্রব্য সহ আটক হয় মাদক ব্যবসাহি বন্দুকযুদ্ধে নিহত হয় অনেক ব্যবসাহি, এখন মাদক ব্যবসাহিদের এক আতংকের নাম এস পি শাহ আবিদ হোসেন, অন্যদিকে ঈদুল আযহা কেন্দ্র করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন সেই লক্ষ্যে তিনি নিজেই হ্যান্ড মাইক হাতে নিয়ে প্রকর রোদে সাদা মাটা ভাবে ঘুরে বেড়াচ্ছেন শাহ আবিদ এসময় উপস্থিত জনতার মধ্যে একটিই আলোচনা শুনা যায় একজন জেলা পুলিশের কর্মকর্তা না আসলেও পারতেন ওনার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু তিনি নিজে ওসি গোয়েন্দা শাহ কামাল আকন্দ সহ বিভিন্ন পুলিশ অফিসার নিয়ে কাজ করে যাচ্ছেন , নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন এই বিভাগীয় শহর কে, ঈদকে উপলক্ষ করে ভিবিন্ন পয়েন্টে পয়েন্টে তৈরি করেন ওয়াচ টাওয়ার যা থেকে নজরদারি করছে ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যরা, জনগন বলছেন নজির গড়ছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ শাহ আবিদ।
