মোঃ শেখ সাদী মাছুম:ময়মনসিংহ সদর উপজেলার লালকুঠি পাক দরবার শরীফে গত কাল সোমবার ঈদুল আজহা র নামাজের প্রথম জামাত সকাল ৭ টা দ্বিতীয় জামাত সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়,প্রথম জামাত পর খাজা বাবা শাহ শম্ভুগঞ্জী (রঃ) মাজার কমপ্লেক্সে মিলাদ কিয়াম শেষে,দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়,পরে ১৫ অক্টোবর,৩০শে আশ্বিন, ফাতেহা শরীফের চিঠি বিতরণের উদ্বোধন করেন, লালকুঠি পাক দরবার শরীফে গদীনশীন, আলহাজ্ব হযরত মাওলানা শাহ খাজা মোঃ রেজাউল হক আলমুজাদ্দেদী পীর সাহেব,জানা যায় এবারের ফাতেহা শরীফ ২৪তম বাৎসরিক অনুষ্ঠান পালিত হবে,খাজা বাবা শাহ শম্ভুগঞ্জী (রঃ) পীর সাহেব,১৪০২ বাংলা সাল ১৫ অক্টোবর,৩০শে আশ্বিন রবিবার দিন ইন্তেকাল করেন,এর পর থেকে ঐ তারিখে প্রতি বৎসর দরবার শরীফে দোয়া, কোরআন খতম শরীফ, জিকির আজকার,সারারাত ব্যাপি নফল ইবাদাতেে মধ্যে দিয়ে এই দিন টি ফাতেহা শরীফ নামে পালন করেন আশেকান বক্তবৃন্দ গুণগ্রাহী গন,চিঠি বিতরণের সময় দেশের ভিবিন্ন স্থানের আশেকান ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
