স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলায় স্বপ্নছায়া সমাজ সেবা সংগঠন নামে উপজেলা কমিটি অনুমোদন করায়, আনন্দ রেলী বাহির করেন সংগঠনের সদস্য গন। উক্ত কমিটিতে ইয়াদ মিয়াকে সভাপতি, মেহেদী হাসান রাজাকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করে আজ শুক্রবার বিকাল ৩ টা ১৬ আগস্ট ১৯ইং, পূর্বধলা হাসপাতাল গেইট স্বপ্নছায়া অফিস কক্ষে।ঘোষণার পর পরেই আনন্দ র্যালী করে সদস্য গন উক্ত কমিটির অনুমোদন করেন, মুল কমিটির সভাপতি আকাশ আহমেদ।
