গৌরীপুর, (ময়মনসিংহ) থেকে মোঃ আব্দুল লতিফ।
গৌরীপুরে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ রবিবার বিকেল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ১৩ আগস্ট থেকে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। এতে মোট ১২টি দল অংশগ্রহন করে। তার মধ্যে ফাইনাল খেলার গৌরব অর্জন করে দুর্নিবার-২০১৬ ও ইনফিনিটি-২০১৮ ব্যাচের ফুটবল দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ক্রীড়া সংগঠক সুপ্রিয় ধর বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। খেলা দেখার জন্য সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি।