স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার ১৯ আগস্ট, লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ, জানা যায় লামিয়া তার পরিবারের সাথে ঢাকা গার্মেন্টসে কাজ করতেন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানার গ্রামের আবুল মতিনের মেয়ে, আজ ঢাকায় কর্মস্থলে যাওয়ার কথা ছিল , তার বাবা নিষেধ করলে রাগে ক্ষোভে নিজ ঘরে ওরনা পিছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে,পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে, এস আই আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
